ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


এখন আর ভোট কারচুপির সুযোগ নেই : প্রধানমন্ত্রী


১৪ মার্চ ২০২৩ ০০:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর ভোট কারচুপির সুযোগ নেই। ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করারও কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ছবিযুক্ত ভোটার তালিকা করেছি। এনআইডি যুক্ত করা হয়েছে। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করতে চেয়েছিলাম, অনেকে আপত্তি করেছেন। নির্বাচন কমিশন যতটা সম্ভব ইভিএম ব্যবহার করবে। ভোটাররা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভোট দেবেন।

এ সময় দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।

আইকে