ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


আগের দু‌ই শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে


১৩ মার্চ ২০২৩ ০০:২০

আগের দুটি শর্ত বহাল রে‌খে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হবে ২৪ মার্চ। তার পূ‌র্বেই তার প‌রিবারের পক্ষ থে‌কে আবারও আবেদন করা হ‌য়ে‌ছে। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে আগের মতো দুটি শর্তে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধির জন্য সুপা‌রিশ করেছি।

বেগম খালেদা জিয়া বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না—এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আবেদনে প্রথম থেকে বলা হয়েছে সে গুরুতর অসুস্থ। সে প্রেক্ষিতে রাজনীতির প্রসঙ্গটি অবান্তর বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

দুটি শর্তের মধ্যে রয়েছে, তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না।

আইকে