ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


এবার রাবি উপাচার্য অবরুদ্ধ


১২ মার্চ ২০২৩ ২০:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়। এছাড়াও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভও করেন তারা।

বর্তমানে সেখানে রাবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে উপাচার্যকে বের করে আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তপ্ত করে তুলেছেন ক্যাম্পাস।

এর আগে শনিবার সন্ধ্যায় ৬টার দিকে বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে প্রায় ৪০ শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর দুদিন বিশ্ববিদ্যালয়টির সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন।

এদিকে পরিস্থিতি সামাল দিতে রাবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আইকে