ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনে সম্মত সৌ‌দি আরব


১২ মার্চ ২০২৩ ০১:১৩

যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মত হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ বিজনেস সামিটের ফাঁকে সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মতির কথা জানান মন্ত্রী।

ড. মো‌মেন বলেন, ‘আমরা চাচ্ছি সার কারাখানা সেখা‌নে (সৌ‌দি‌তে) করব, তারা আমা‌দের বে‌নি‌ফিট (লাভ) দে‌বে। ওখা‌নে (‌সৌ‌দি) সস্তায় সার তৈ‌রি করা যায়। তারা (‌সৌ‌দি আরব) তা‌তে এগ্রি (রা‌জি) হয়ে‌ছে।’

এ সময় বাংলা‌দেশ থে‌কে ওষুধ নেওয়া এবং আই‌টি সেক্টরের লোকবল নি‌য়োগ দি‌তে সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রী‌কে অনু‌রোধ ক‌রে‌ছেন ব‌লেও জানান মো‌মেন।

এছাড়াও বি‌দে‌শি অ‌নেক দেশ বাংলা‌দে‌শে বি‌নি‌য়ো‌গে আগ্রহী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক‌রেন মো‌মেন।

আইকে