ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী


১২ মার্চ ২০২৩ ০১:১১

কোনো হতাশা নয়, ব্যবসায়ীদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগ রয়েছে। বেসরকারি বিনিয়োগকে উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীক পরিবেশের ওপর আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছে। সেটি আরও সংস্কার ও ব্যবসাবান্ধব করা হবে। লাল ফিতার দৌরাত্ম্য সরিয়ে দেওয়া হবে। যে বিষয়ে সিদ্ধান্ত হবে, সঙ্গে সঙ্গে বাস্তবায়নও হবে।

এ সময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় শামিল হতে বেশি-বিদেশি বিনিয়োগের আহ্বানও জানান শেখ হাসিনা।

আইকে