ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


জিপিএ বাড়ানোয় মেডিকেলে পরীক্ষার্থী কমেছে: স্বাস্থ্যমন্ত্রী


১১ মার্চ ২০২৩ ০১:০৩

জিপিএ বাড়ানোয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ পেলে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যেতো। তবে এবার জিপিএ বাড়ানোর কারণে যাদের জিপিএ-৯ ছিল তারা আবেদন করতে পেরেছেন। যার ফলে গত বছরের তুলনায় এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার কমেছে বলে জানান মন্ত্রী।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পরীক্ষা হওয়ায় এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে বলেও জানান জাহিদ মালেক।

এর আগে এদিন সকাল ১০টায় রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু হয়।

উল্লেখ্য, সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন আবেদন করেন। এছাড়া বেসরকারি ৭১ মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি।

আইকে