ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন : ঢামেক পরিচালক


১০ মার্চ ২০২৩ ০২:৪৯

গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ঢামেক পরিচালক।

মো. নাজমুল হক বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

আইকে