ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


৭ দিনের মধ্যে রাজধানীর প্রতিটি ভবন সার্ভে করা হবে: রাজউক


১০ মার্চ ২০২৩ ০২:৩৮

সাত দিনের মধ্যে রাজধানীর প্রতিটি ভবন সার্ভে করা হবে বলে জানিয়েছেন রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাশ।

বৃহস্পতিবার গুলিস্তানের সিদ্দিকবাজারের ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকাকে ২৪টি সাবজোনে ভাগ করে এই সার্ভে করা হবে। সার্ভে করে বেজমেন্টে দোকান বা রেস্টুরেন্ট পেলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেয়া হবে।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

আইকে