ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয়ে


১০ মার্চ ২০২৩ ০২:০৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে নিবার্হী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। বিএনপির চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।

তিনি বলেন, এই আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছালেও তা এখন পর্যন্ত আইনমন্ত্রীর হাতে আসেনি বলে মতামত দেয়া বাকি রয়েছে। মতামত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা কার্যকর করবে।

আইকে