ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা নিয়ে যা বলল বিএনপি


৮ মার্চ ২০২৩ ১০:৩৪

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার উদ্ধারকাজ চলাকালে রাত ১০টায় ঘটনাস্থলে হাজির হয়ে এ কথা বলেন আব্দুস সালাম।

এসময় বিএনপি নেতা ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন ঘটছে, কারা ঘটাচ্ছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক। একের পর এ মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক।

তিনি আরো বলেন, এখানে পুলিশ আছে, র‌্যাব আছে, ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে। তারা উদ্ধারকাজ চালাক। তাদের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ঘটনার কারণ উদ্ঘাটন করার দাবি জানাচ্ছি।

আইকে