ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ: তথ্যমন্ত্রী


৮ মার্চ ২০২৩ ০৭:৫১

৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তথ্য ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের অনন্য দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে একটি জাতি তৈরি হয়েছে। শ্রেষ্ঠ ভাষণ বলেই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।

যারা ৭ মার্চকে অস্বীকার করে, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করে, স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস আছে তাদের এ নিয়ে এ সময় প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।

আইকে