ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


গুলিস্তানে বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার


৮ মার্চ ২০২৩ ০৭:৪৩

রাজধানীর গুলিস্তানে ভবনের বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (৭ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, আমাদের বোমা বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছে। তারা তদন্ত করে দেখছে এটা নাশকতা নাকি দুর্ঘটনা। এছাড়া অনেক সময় গ্যাস জমতে পারে, এসির গ্যাস হতে পারে, পয়ঃনিষ্কাশনের গ্যাসও হতে পারে। কী কারণে বিস্ফোরণ হলো সেটা আমাদের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। তদন্ত না করে বিস্তারিত বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতদের চিকিৎসায় প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে। আগ্রহী রক্তদাতাদের হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আইকে