ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১২ জনকে জীবিত উদ্ধার


৮ মার্চ ২০২৩ ০৭:৩৭

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এছাড়াও ভবনটি থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে ভবনটি থেকে মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইকে