ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


সেপ্টেম্বরের মধ্যেই ৫ সিটির নির্বাচন: ইসি আলমগীর


৬ মার্চ ২০২৩ ০৯:৩২

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

এর মধ্যে জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ দুটি ও সেপ্টেম্বরের মধ্যে তিন সিটি করপোরেশনের নির্বাচন হবে, তবে এসব ভোটের এখনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি।

আজ রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর এ তথ্য জানান।

পাঁচ সিটি হলো: গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন।

তিনি বলেন, দুই ধাপে হবে পাঁচ সিটির ভোট। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে মার্চ থেকে শুরু হচ্ছে গাজীপুরের ক্ষণ গণনা।

সিটি ভোটগুলোতে ইভিএম থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, সিটি ভোটগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার আগ্রহ রয়েছে। তবে এটা ডিপেন্ড করবে। নতুন ইভিএম আসে নাই। ইভিএমগুলোর ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। সার্ভিসিং করাতে হবে। সে জন্য টাকা লাগবে। সার্ভিসিং করিয়ে যদি সচল করতে পারি তার ওপরে নির্ভর করবে কতগুলো ইভিএম ব্যবহার করবো।

আইকে