ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থী আইসিইউতে


৬ মার্চ ২০২৩ ০৯:২০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (৫ মার্চ) সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথার ওপর ভারী বস্তু পড়ে নূর নবী আহত হন। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, পরিচালকের নির্দেশনায় তার (নূর নবী) অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। বর্তমানে সে আইসিইউ বেড নম্বর ২৩ এ ভর্তি আছে।

উল্লেখ্য, রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

আইকে