ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল


৬ মার্চ ২০২৩ ০০:৫৯

বাংলাদেশের আর্থিক খাতে জলবায়ু সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করতে আজ রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ একটি প্রতিনিধি দল।

মূলত, আইএমএফের মনিটারি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট এমসিএম বিভাগের অর্থনীতিবিদ এজেন্স ক্যারেলার নেতৃত্বে এই মিশন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ বাংলাদেশ কর্তৃপক্ষকে ভৌত জলবায়ু ঝুঁকি মূল্যায়নের জন্য একটি কাঠামো তৈরি করতে সাহায্য করবে।

উল্লেখ্য, ডলার সংকট মোকাবিলায় আইএমএফ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ। এই ঋণের মধ্যে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আরএসএফ’র আওতায় দেওয়া হচ্ছে। ঋণের শর্ত অনুযায়ী, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে আগামী বাজেটে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষেই আগামী বাজেটে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা বাজেট বই বের করার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

আইকে