নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাক্ষাৎ

শনিবার (৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা ২২ তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডঃ মনোরঞ্জন ঘোষাল, কিশোর বাংলার সম্পাদক,দৈনিক অবজারবার এর পরিচালক, মোহাাম্মদী গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন পাকবীর, সভাপতি ইয়াছিন মোহাম্মদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি আক্তারুজ্জমান মিথুন, সহিদুল হাসান, সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক অভি রহমান জুয়েল, শেখ শাহিনুজ্জমান অনিকও নজরল ইসলাম সজিব, জহিরুল ইসলাম সৃজন, লোকমান হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে শিশু কিশোর মেলার নেতৃবৃন্দের ছোট ছোট সোনা মনিরাও উপস্থিত ছিল।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতার সাথে কাজ করায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সকলকে ধন্যবাদ জানান।