ঢাকা শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী


৫ মার্চ ২০২৩ ০১:৪১

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।

শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।

এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

আইকে