ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে : প্রধান বিচারপতি


৫ মার্চ ২০২৩ ০১:৩৮

সারাদেশে গত এক বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে। যা তৈরি করতে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ন্যায়কুঞ্জে নারীসহ সব বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি।

এ সময় বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আহ্বানও জানান তিনি।

এদিন প্রধান বিচারপতি আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে জেলা জজ আদালতের সম্মলেন কক্ষে বিচারক এবং জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন হাসান ফয়েজ সিদ্দিকী।

আইকে