ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


এলডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী


৫ মার্চ ২০২৩ ০১:২৯

পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।

কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।

এরপর ৮ মার্চ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন।

আইকে