ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি


৫ মার্চ ২০২৩ ০১:২৫

পাঁচ দিনের সফর শেষে কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে সোয়া ৫টার পর কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এর আগে, এদিন বিকেলে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি। তিনি নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করেন।

আইকে