ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকের আয় ও জীবনযাত্রায় সমস্যা হবে: কৃষিমন্ত্রী


৩ মার্চ ২০২৩ ০৫:৩৪

বিদ্যুতের দাম বাড়ায় কৃষকদের আয় ও জীবনযাত্রায় সমস্যা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে, এতেও কৃষি উৎপাদন কমবে না দাবি করেন তিনি।

তিনি বলেন, বিয়ের গয়না বিক্রি করে হলেও কৃষকরা উৎপাদন অব্যাহত রাখবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়া জেলে থেকেও রাজনীতি করতে পারেন। সত্যিকারের রাজনীতিবিদ হলে তো সব জায়গা থেকে রাজনীতি করতে পারে। খোমেনি থেকে লালু প্রসাদ সবাই জেলে থেকে রাজনীতি করেছে। তবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

এদিকে, নেদারল্যান্ডের প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে ফলমূল রফতানির বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

আইকে