ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন


২ মার্চ ২০২৩ ০২:০৯

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। এছাড়াও পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গলকামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন। তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করবেন আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পর।

আইকে