ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা যায়নি, তবে গোয়েন্দা সংস্থা তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী


২ মার্চ ২০২৩ ০১:৫২

জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা যায়নি। তবে গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে এর আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, জঙ্গিবাদের উত্থান একটি বৈশ্বিক সংকট। তবে জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

এ সময় বাংলা একাডেমিতে হামলার চিঠি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।

আইকে