ঢাকা শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


বাংলাদেশের রাজনীতি নিয়ে চীন মাথা ঘামায় না : তথ্যমন্ত্রী


১ মার্চ ২০২৩ ০৯:১৩

চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের পথে সহযোগী হিসেবে থাকতে চায়। চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।

আইকে