ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


রাষ্ট্রপতির বাড়িতে ১৫ পদের মাছে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন


১ মার্চ ২০২৩ ০৫:০৩

সেনানিবাসের অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। পরে সেখানে তিনি জোহরের নামাজ আদায় করেন ও মধ্যহ্নভোজে অংশ নেন।

এ সময় হাওরের বিভিন্ন প্রকার মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হয়। খাবারের মেনুতে ছিল স্থানীয় জাতের ঐতিহ্যবাহী রাতাবোরো চাউলের সাদা ভাত, রুই মাছ দোপেঁয়াজা, কাতলা মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ, গোলসা টেংরা মাছ, কালিবাউশ মাছ, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাছা মাছ ভুনা, রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল এবং মশুর ডাল, সালাদ ও রসমালাই।

উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর পর মিঠামইন সফরে আসেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওর উপজেলা মিঠামইনে তিনি সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে।

আইকে