আরও ৫ লাশ উদ্ধার করেছে বাংলাদেশ দল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে বাংলাদেশের সম্মিলিত সাহায্যকারী দল ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে।
গতকাল রবিবার উদ্ধার হওয়া এই লাশগুলোর মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ রয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
এর আগে আদিয়ামান শহরে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করার পাশাপাশি তিনজনের লাশ উদ্ধার করেছিল বাংলাদেশের উদ্ধারকারী দলটি।
উল্লেখ্য, গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। বড় ধরনের এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াসহ আশপাশের অঞ্চলগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ৩৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
এর উদ্দেশে গত বুধবার তুরস্কের পথে ঢাকা ছাড়ে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে। ৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।
আইকে