ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


বিএনপির আগুন সন্ত্রাসের আশঙ্কায় আ. লীগ শান্তি সমাবেশ করে: কাদের


১১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০০

বিএনপির আগুন সন্ত্রাসের আশঙ্কায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এমনটা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যতদিন বিএনপি আন্দোলন করবে, ততদিন আওয়ামী লীগ সংঘাত এড়িয়ে শান্তি সমাবেশ করে যাবে। সম্মেলনের পরে দলের অনেক নেতাই গা ছাড়া ভাব দেখাচ্ছেন, এ বিষয়ে সতর্ক হতে দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ করেন তিনি।