ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


পাতাল রেলের উদ্বোধনে বাংলায় যা বললেন জাইকার ইচিগুচি


৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৮

আজ বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন বলে জানিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমুহিদে।

আজ বৃহস্পতিবার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বেলা ১১টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন। পরে বক্তব্য দেন ইচিগুচি।

ইচিগুচি তমুহিদে বলেন, ‘শুভ সকাল, এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। আজই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ প্রথম পাতাল রেলের যুগে প্রবেশ করল।’

ইচিগুচি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।’

আইকে