ছোট-খাটো ভুল দূর করে প্রশাসন ও সেনাবাহিনীর একসাথে কাজ করার ঘোষণা

সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে ছোট-খাটো যে ভুল বোঝাবুঝি আছে, সেগুলো দূর করতে পারলে সরকার ও জনগণের প্রত্যাশা পূরণে সেনাবাহিনী আরও বেশি ভূমিকা রাখতে পারবে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ কথা বলেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বেসামরিক প্রশাসনের সাথে আগের চেয়ে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সেনাবাহিনীর। দুই বিভাগের কাজের ধরনে পার্থক্য আছে। কর্মপদ্ধতির পার্থক্যের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে। নিজেদের স্বকীয়তা বজায় রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বেসামরিক প্রশাসনের সাথে একসাথে কাজ করছে সেনাবাহিনী।
আইকে