ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাদের মাতব্বরি মানায় না: পররাষ্ট্রমন্ত্রী


৯ জানুয়ারী ২০২৩ ০২:২১

যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মাতব্বরি মানায় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেইট স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক ডেমোক্র্যাটরা মনে করে, তাদের দেশে গণতন্ত্র খুব দুর্বল। আবার রিপাবলিকানদের ৭০-৮০ শতাংশই মনে করে, গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপি হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক ও স্বতঃস্ফূর্ত হয়। যারা নির্বাচন নিয়ে মাতব্বরি করে, তারা আগে নিজেদের আয়নায় দেখুক।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো লুকোচুরি হয় না। চাইলে যে কোনো দেশ পর্যবেক্ষণ করতে পারে। আমাদের দেশ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। তারা আমাদের অনুসরণ করতে পারে।

আইকে