ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে: আইজিপি


৮ জানুয়ারী ২০২৩ ০৩:১৫

বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায় মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। একই রাতে পান্থকুঞ্জে শীতবস্ত্র বিতরণ করেন আইজিপি।

এসময় পুলিশ প্রধান বলেন, করোনাকালে মানবিকতার চরম পর্যায়ে পুলিশ সদস্যরা নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা মহামারির সময়ে দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছে বলেও জানান তিনি।

আইকে