ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


বিএনপি নেতাদের জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী


৭ জানুয়ারী ২০২৩ ০১:৪৩

বিএনপি নেতাদের জামিনের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আনিসুল হক।

শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকায ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জেনেছি, হাইকোর্টে বিএনপি নেতাদের যে জামিন দেয়া হয়েছিল সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য সরকার আপিল বিভাগে গেছে বলেও জানান মন্ত্রী।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলে যান।

আইকে