ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন কবির বিন আনোয়ার


৬ জানুয়ারী ২০২৩ ০৫:২৭

সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন। একই সঙ্গে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেখানেই কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন সবুজ সংকেত পান।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসে প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের চেয়ারে বসার কথা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, কবির আনোয়ায়ারের কেবিনেট সচিবের মেয়াদ শেষ হয় ৩ জানুয়ারি। এরপর তার চাকরির মেয়াদ বর্ধিত না হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনার ডালপালা ছড়ায়। তবে তার জায়গায় নির্ভার ছিলেন তিনি।

আইকে