ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


মেট্রোরেলের পাস সংগ্রহের সময় জানাল কর্তৃপক্ষ


৩০ ডিসেম্বর ২০২২ ১০:৪৯

আগামীকাল শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে এমআরটি পাস সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা, ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি পূরণ করা এমআরটি পাস নিবন্ধন ফরম জমা দিতে হবে। এমআরটি পাস নিবন্ধন ফরম পাওয়া যাবে ডিএমটিসিএলের ওয়েবসাইটে।

স্থায়ী কার্ড কেনার আগে নিবন্ধন করতে হবে। এর জন্য নিজের নাম, পিতা-মাতার নাম, ফোন নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে। পাসপোর্টের নম্বর হলেও চলবে। এসব তথ্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারের সঙ্গে মিলতে হবে।

এমআরটি পাস নিতে যে ৫০০ টাকা লাগবে, তার মধ্যে ২০০ টাকা জামানত। কার্ড ফেরত দিলে এই টাকা ফেরত পাওয়া যাবে। হারিয়ে ফেললে টাকা দিয়ে নতুন করে কার্ড কিনতে হবে। পুরোনো কার্ডে টাকা থাকলে তা অবশ্য নতুন কার্ডে যুক্ত হবে।

৫০০ টাকার বাকি ৩০০ টাকা ব্যবহারযোগ্য। মানে হলো, এই টাকা দিয়ে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন কার্ডধারী।

আইকে