ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


মেট্রোরেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে: কাদের


৩০ ডিসেম্বর ২০২২ ০১:৩৪

এই মেট্রোরেল তো আর কলকাতার মেট্রোরেল না। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন রিকশায় উঠলেও ২০ টাকা দিতে হয়। এই মেট্রো কলকাতার মেট্রো না, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে সময় বাঁচবে। তাছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এর চেয়ে বেশি ভাড়া।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকবো। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার ঢাকা শহরে আধুনিক প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গী হিসেবে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন।

আইকে