ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল


২৯ ডিসেম্বর ২০২২ ০৩:০২

আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল। তবে প্রথমদিকে এ ট্রেন চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন থেকে মেট্রোরেল চলবে পুরোদমে। পুরোদমে চালু হওয়ার পর সব স্টেশনে থে‌মে যাত্রীরা মেট্রোরেলে উঠতে পারবেন।

এছাড়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিলে যেতে ৩৮ মিনিট লাগবে।

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে এক অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন তিনি।

আইকে