প্রধানমন্ত্রীকে নিয়ে আগারগাঁও স্টেশনে থামল মেট্রোরেল

অবশেষে চাকা ঘুরল ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের। প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেট্রোরেলে প্রধানমন্ত্রীর এই যাত্রায় সঙ্গী হিসেবে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব, বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক যাত্রী। ট্রেনটির চালক হিসেবে ছিলেন মরিয়ম আফিজা।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিটে তিনি উত্তরা স্টেশন থেকে রওনা দিয়ে ২টা ১০ মিনিটে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছান।
এর আগে, বেলা ১১টায় দিয়াবাড়ি মাঠে মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সুধী সমাবেশে অংশ নেন।
এসময় ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশন প্রাঙ্গনে একটি তেঁতুল গাছের চারা রোপন করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আইকে