ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্কের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী


২৮ ডিসেম্বর ২০২২ ০৩:০৫

রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্কের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা করেছেন।

তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে তাদের ওপর চাপ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী তুর্কি সরকারকে আহ্বান জানিয়েছেন।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

এছাড়া প্রধানমন্ত্রী পরবর্তী বাংলাদেশ-তুরস্ক জয়েন্ট ইকোনমিক গ্রুপের বৈঠক দ্রুত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যেখানে সহযোগিতা বাণিজ্য, ব্যবসা ও অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

আইকে