ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


আখাউড়া-আগরতলা রুটে ট্রেন চলবে জুনে : রেলমন্ত্রী


১২ ডিসেম্বর ২০২২ ০৮:৪২

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর জুনে আখাউড়া-আগরতলা রুটে ট্রেন চলাচল করবে। ধীরে ধীরে সব রেলপথকে মিটারগেজ থেকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পূর্বাঞ্চলীয় রেলপথ সম্পর্কে নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে পর্যায়ক্রমে মিটার গেজ থেকে ব্রডগেজ করা হচ্ছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলকেও ব্রডগেজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সঙ্গে রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকোর কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, এজিএম ভাস্কর বকশী, ইন্ডিয়ান রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকনের টিম লিডার রমন সিংলা, বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) জাফর আহমেদ, আখাউড়া-আগরতলা রেলওয়ের প্রকল্প পরিচালক সহিদুল ইসলাম।

আইকে