ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


জাতীয় স্মৃতিসৌধে নতুন ৩ বিচারকের শ্রদ্ধা


১২ ডিসেম্বর ২০২২ ০৮:২২

হাইকোর্ট বিভাগের সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারক সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার ( ১১ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে স্বাক্ষর শেষে বিকাল ৪টা ৫০ মিনিটে তারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, আশুলিয়ার রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এবং আশুলিয়া থানার ওসি কামরুজ্জামানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

বিচারকরা হলেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আশফাকুল ইসলাম।

জানা গেছে, গত বৃহস্পতিবার তিন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। একইদিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারককে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারকের সংখ্যা দাঁড়াল নয়জন।

এদিকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

আইকে