ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


সেবার মনোভাব নিয়ে পুলিশের কাজ করতে হবে: রাষ্ট্রপতি


১৭ অক্টোবর ২০২২ ০৯:২৮

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।