ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


নারীর নিরাপত্তায় ১০৮ বাসে যুক্ত হলো সিসি ক্যামেরা


১৭ অক্টোবর ২০২২ ০৫:২৩

গণপরিবহনে যাতায়াতের সময় নানা হয়রানির সম্মুখিন হয়ে থাকেন নারী যাত্রীরা। কেবল বাসচালক বা হেলপাররা নয়, অনেক সময় পুরুষ সহযাত্রীদের হাতে নানাভাবে নাজেহাল হয়ে থাকেন নারীরা।

সম্প্রতিক সময়ে বাসে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। তাই গণ পরিবহনে নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আজ রোববার (১৬ অক্টোবর) রাজধানীতে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মহানগরীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে গণপরিবহন নারীবান্ধব ও নিরাপদ হবে। নারীরাও সিসি ক্যামেরা সংযুক্ত বাসে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে। পর্যায়ক্রমে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ছাড়া প্রতিমন্ত্রী বলেন, গণপরিবহনে মানুষের নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছানো ও তাদের নিরাপত্তা অনেকাংশে চালক, হেলপার ও সুপারভাইজারের দক্ষতা ও আচরণের ওপর নির্ভর করে। চালক, হেলপার ও সুপারভাইজারের নেমপ্লেটসহ পোশাক বাধ্যতামূলক করা এবং তাদের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে ডেটাবেজ তৈরি করতে হবে।

আধুনিক গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি ও বাসে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের নিরাপদ যাতায়াতের জন্য গণপরিবহনে আসন সংরক্ষিত রাখতে হবে। রুট অনুযায়ী পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও বাসের মালিকদের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা গণপরিবহনের প্রকাশ্য স্থানে লিখে রাখতে হবে, যেন ভুক্তভোগীরা দ্রুত আইনের সহায়তা নিতে পারে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও দিপ্ত ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যারোমা দত্ত, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও বাস মালিক সমিতির সহসভাপতি সফিকুল আলম। দিপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া হাসান তার উপস্থাপনায় বলেন, ১০০টি গণপরিবহনে স্থাপিত সিসি ক্যামেরা কেন্দ্রীয়ভাবে সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এবং একই সঙ্গে আলপিন অ্যাপ্সের সঙ্গেও যুক্ত থাকবে।