গ্রিড বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী

গ্রিড বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিদ্যু, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘গ্রিড বিপর্যয়ের বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও লিখিতভাবে পাইনি। কিন্তু আমরা দেখেছি গ্রিড বিপর্যয়ে পড়েছে ম্যান ম্যানেজমেন্ট, অর্থাৎ এই বিপর্যয়ের পেছনে মানুষের কাজ একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে বলেছি, নামগুলো প্রস্তাব করতে।
সে নামগুলো পেলে আগামীকাল রবিবার বা সোমবারের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে চাকরিচ্যুত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শনিবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।