ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান


১৬ অক্টোবর ২০২২ ০১:২৩

ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রের এই সুলতান প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেয়া হয় লাল গালিচায় সংবর্ধনা।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও উচ্চপদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারাও। সুলতানের সফরসঙ্গী হিসেবে রাজ পরিবারের সদস্যসহ দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এসেছেন।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে।