ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


ব্রুনাইয়ের সুলতান আসছেন দুপুরে, স্বাগত জানাবেন রাষ্ট্রপতি


১৫ অক্টোবর ২০২২ ২২:১২

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ শনিবার বাংলাদেশে আসছেন ব্রুনাই দারুসসামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে সুলতানকে ২১ বন্দুকের স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানাবেন।

এর পর ব্রুনাই সুলতান বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সুলতানকে স্বাগত জানাবেন।

এরপর সুলতান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি চারা রোপণ করবেন।

এই সফরে একটি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোববার সন্ধ্যায় সফর শেষে বিমানবন্দরে ব্রুনাই সুলতানকে বিদায় জানাবেন।