ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


‘পোলট্রি খাতে বিনিয়োগকারীদের লোকসানকে অবজ্ঞা করলে চলবে না’


১৫ অক্টোবর ২০২২ ০১:০০

পোলট্রি খাতে বিনিয়োগকারীদের লোকসানকে অবজ্ঞা করলে চলবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে ডিম দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অনাকাঙ্ক্ষিতভাবে দাম বাড়িয়ে পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও বলেন, দাম বাড়ানোর অপচেষ্টায় সরকার ছাড় দিবে না। এছাড়া অতি মুনাফালোভীদের নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি ।