‘শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা টিকাগ্রহণের সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে আসছি। শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।
এ সময় আলোচনা উপস্থিত ছিলেন সভায় নৌ-পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।