ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


ফুটেজ দেখে ভোট বন্ধ করা কতটুকু যৌক্তিক, প্রশ্ন সেতুমন্ত্রীর


১৪ অক্টোবর ২০২২ ০০:৩১

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট বন্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে ভোট বন্ধ করা কতটুকু যৌক্তিক, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বসিলা বাসস্ট্যান্ডে ‘ঢাকা নগর পরিবহন’ বাস সেবার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গাইবান্ধার উপনির্বাচন এভাবে বন্ধ করাটা আইনসম্মত হয়েছে কিনা তা ভেবে দেখতে নির্বাচন কমিশনের প্রতি এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ্বান জানান।

ক্ষমতায় কারা থাকবে রাজপথে বিষয়টি ফয়সালা করার জন্য বিএনপি মহাসচিবকে দিন-তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবি মামা বাড়ির আবদার ছাড়া কিছুই নয়।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, অনুমতি ছাড়া কোনো বাস নগরে চলতে পারবে না। নগর পরিবহনে থাকবে না কোনো পুরাতন বাস। নতুন রুটের জন্য ৫০টি বাস নামানো হয়েছে বলে জানান তিনি।