ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


সংকট মোকাবেলায় সরকার সফল হবে : খাদ্যমন্ত্রী


১২ অক্টোবর ২০২২ ০৮:২৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে বিশ্বব্যাপী যে সংকট চলছে তা মোকাবেলায় সরকার সফল হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনের পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কৌশল প্রণয়নের উপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সচিবালয়ের অফিসকক্ষ থেকে ইসলামিক অর্গানাইজেশন অব ফুড সিকিউরিটির (আইওএফএস) পঞ্চম সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, পৃথিবী এখন ইতিহাসের এক চরম সংকটময় সময় অতিক্রম করছে। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সংকট বেড়েছে। খাদ্য নিরাপত্তা এখন আলোচিত বিষয়। বাংলাদেশ সরকার বর্তমানের সংকট মোকাবেলায়ও সফল হবে। সংকট মোকাবেলায় আইওএফএসর সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কৃষি ও খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে আইওএফএসর চেয়ারম্যান ছাড়াও কান্ট্রি ডিবেটে সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান পাকিস্তান এবং কাজাখস্তানের মন্ত্রীরা বক্তব্য উপস্থাপন করেন।